Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ব্রাজিলের একাদশে ফিরলেন অ্যালিসন-ভিনিসিয়াস


Shehab   Munawar প্রকাশিত:  ০৬ জুন, ২০২২, ১০:০৪ পিএম

ব্রাজিলের একাদশে ফিরলেন অ্যালিসন-ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক: দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল। প্রথম প্রীতি ম্যাচটি এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। ৫-১ গোলে ব্রাজিল সেই ম্যাচে হিউন-মিন সনদের উড়িয়ে দিয়েছিল।

সোমবার বিকেলে জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে সফরের দ্বিতীয় ম্যাচে এবার ব্রাজিলের সামনে ‘সূর্যোদয়ের দেশ’ জাপান।

জাপানিজদের বিপক্ষে পূর্ণশক্তির একাদশ ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। একাদশে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং গোলরক্ষক অ্যালিসন। থিয়াগো সিলভার জায়গায় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগজয়ী সেন্টার ব্যাক এদের মিলিতাও সুযোগ পেয়েছেন। 

জাপান একাদশ: গোনদা, ইতাকুরা, নাগাতোমো, নাকাইয়ামা, ইয়োশিদা, এন্দো, হারাগুচি, মিনামিনো, ইতো, তানাকা, ফুরুহাশি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন, আরানা, মার্কউইনোস, মিলিতাও, দানি আলভেস, পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেড, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা।