Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

অধিকৃত গোলান মালভূমিতে যৌথ মহড়া সিরিয়া ও রাশিয়ার


Shehab   Munawar প্রকাশিত:  ০৮ জুন, ২০২২, ০৮:২৩ পিএম

অধিকৃত গোলান মালভূমিতে যৌথ মহড়া সিরিয়া ও রাশিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া এবং রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে মহড়া চালিয়েছে। 

কল্পিত শত্রুর যুদ্ধবিমান এবং সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান মহড়া।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই মহড়া অভিযানে রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ এবং এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। পাশাপাশি এ মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩, এবং মিগ-২৯ জঙ্গিবিমান।

 

এর আগে গত ২৪ জানুয়ারি সিরিয়া এবং রাশিয়া যৌথভাবে গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তে টহল অভিযান চালিয়েছিল।

২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার এবং জঙ্গিবিমন পাঠিয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট