Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

জনি ডেপের বার্তায় ক্ষুব্ধ তার সাবেক স্ত্রী


Shehab   Munawar প্রকাশিত:  ০৮ জুন, ২০২২, ০৮:৩৪ পিএম

জনি ডেপের বার্তায় ক্ষুব্ধ তার সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক: টিকটকে এক আবেগঘন বার্তা দিয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সেখানে সমর্থক আর ভক্তদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেতা।

ওই বার্তায় জনি ডেপ বলেন, ‘আমরা সবসময় একসাথে ছিলাম, আমরা সব একসাথে দেখেছি। আমরা একই রাস্তায় সবাই মিলে হেঁটেছি। সুতরাং, আপনাদের ধন্যবাদ।’

একই বার্তায় তিনি সাবেক স্ত্রী হার্ডের বিরুদ্ধে ভবিষ্যত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

 

এই বার্তার প্রতিক্রিয়া আম্বার হার্ড বলেন, ‘যদি জনি ডেপ বলেন তিনি সামনে আগাচ্ছেন, তবে নারী অধিকার পেছনে আগাচ্ছে।’

আদালতের রায় নির্যাতনের শিকার নারীদের মুখ খোলার বিষয়ে ভীত-সন্ত্রস্ত থাকার বার্তা দিচ্ছে বলেও বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় নিজের পক্ষেই সম্প্রতি রায় পেয়েছেন জনি ডেপ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত এ রায় দিয়েছেন।

২০১৭ সালে বিচ্ছেদ হয় এই দুই তারকার। পরের বছরই জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।

জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে হার্ডের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন আদালত।