Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় ৫ মেরিনসহ প্লেন বিধ্বস্ত


Shehab   Munawar প্রকাশিত:  ০৯ জুন, ২০২২, ০৮:৫৬ পিএম

ক্যালিফোর্নিয়ায় ৫ মেরিনসহ প্লেন বিধ্বস্ত

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ জন মেরিনসহ একটি মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির এক মুখপাত্র এ তথ্য জানান।

হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি, তবে মেক্সিকান সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে গ্লামিসের কাছে নেমে আসা প্লেনটি তেজষ্ক্রিয় পদার্থ বহন করছিল বলে ছড়িয়ে পড়া খবর অস্বীকার করেছে সামরিক বাহিনী।

দেশটির এক মুখপাত্র এএফপি’কে বলেন, আমরা নিশ্চিত করতে পারি, থ্রিডি এয়ারক্রাফট উইংয়ের একটি প্লেন গ্লামিসের কাছে বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, প্লেনটিতে ৫ জন মেরিন ছিল এবং আমরা সব ক্রুদের অবস্থা সম্পর্কে নিশ্চিত খবরের অপেক্ষা করছি।

মুখপাত্র আরো বলেন, সামরিক এবং বেসামরিক প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছেন। প্লেনটিতে পারমাণবিক উপাদান ছিল বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, এটি সঠিক নয়।

মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার প্লেনের মতো চলতে পারে।