Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বেলজিয়ামের গোল উৎসব; বিধ্বস্ত পোল্যান্ড


Shehab   Munawar প্রকাশিত:  ০৯ জুন, ২০২২, ০৯:১৫ পিএম

বেলজিয়ামের গোল উৎসব; বিধ্বস্ত পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে বড় জয় পেয়েছে বেলজিয়াম। পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে দলটি।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে বেলজিয়াম। লেভানডোভস্কির গোলে ২৮ মিনিটে লিড নেয় পোল্যান্ড। পিছিয়ে পেড়ে অ্যাক্সেল উইটসেলের গোলে ৪২ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে মার্টিনেজ শিষ্যরা। ৫৯ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা।

৭৩ ও ৮০ মিনিটে বেলজিয়ামের হয়ে আরও দু’টি গোল করেন লেয়ান্ড্রো ট্রোসার্ড। ৮৩ মিনিটে স্বাগতিকদের হয়ে পঞ্চম গোল করেন মিডফিল্ডার লেয়ান্ডার ডেন্ডনকার। ইনজুরি সময়ে বেলজিয়ামের হয়ে ষষ্ঠ গোল করেন স্ট্রাইকার লোইস ওপেন্ডা।

 

এক জয় আর এক ড্রতে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বেলজিয়াম।