Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

গায়ক হায়দারের অপারেশন সফলভাবে সম্পন্ন


Shehab   Munawar প্রকাশিত:  ০৯ জুন, ২০২২, ০৯:১৭ পিএম

গায়ক হায়দারের অপারেশন সফলভাবে সম্পন্ন

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত বিশিষ্ট গায়ক-গীতিকার ও মুক্তিযোদ্ধা হায়দার হোসেনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বুধবার দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

সংগীতশিল্পীর জামাতা সালমান ফারুক খান জানান, শিল্পীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশ্রাম নিচ্ছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তার হার্ট অ্যাটাক হয় বলে চিকিৎসকদের ধারণা।

২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম হার্ট অ্যাটাক হয় এবং সেই সময়ে তার হার্টে দুটি রিং স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই গায়ক ডায়াবেটিসে ভুগছেন।

একজন সঙ্গীতশিল্পী ও গীতিকার হিসেবে তিনি কিংবদন্তি গায়ক আজম খান এবং উইনিং ও ডিফারেন্ট টাচের মতো বিখ্যাত সঙ্গীত ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেছেন।

গায়ক হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

তার গাওয়া ৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি, ফাঁইস্যা গেছি, না বলা কথা, প্রত্যাশা, খোলা আকাশ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।