Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

অভিনেত্রী শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ


Shehab   Munawar প্রকাশিত:  ০৯ জুন, ২০২২, ০৯:২১ পিএম

অভিনেত্রী শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ভোর ৫টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য জানিয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই তারকা।

সেখানে তিনি লেখেন, আজ ভোর ৫টায় গুলশান ১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে।

মেহের আফরোজ শাওন আরো লেখেন, বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!

পোস্টে শাওন সম্প্রতি সময়ের এক ঘটনার স্মৃতিচারণ করে লেখেন, মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নির্মিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ  আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!