Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড


Shehab   Munawar প্রকাশিত:  ১২ জুন, ২০২২, ০৮:৫১ পিএম

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের দেশ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও পূর্বসূরি ইভো মোরালেসকে উৎখাতের ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে এ সাজা দেওয়া হয়।

শুক্রবার (১০ জুন) রাজধানী লা পাজের আদালতে দোষী সাব্যস্ত হন ৫৪ বছর বয়সী আনেজ। ‘সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত’ নেয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আনেজের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের সাবেক কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও সাজা দেওয়া হয়।

আদালতের রায় অনুযায়ী, শহরের একটি নারী কারাগারে সাজা ভোগ করতে হবে আনেজকে। তিনি বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ হয়েছেন বলে পাল্টা অভিযোগ তার।

২০১৯ সালে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ইভো মোরালেস। তবে কারচুপির অভিযোগে মোরালেসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাকে পদত্যাগের আহ্বান জানান তৎকালীন সেনাপ্রধান। এরপর পদত্যাগ করে বলিভিয়া ছেড়ে পালিয়ে যান তিনি।

মোরালেস দেশ ছেড়ে পালানোর পর সবচেয়ে জ্যেষ্ঠ সিনেটর হিসেবে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হন আনেজ। তবে মোরালেসের মাস সোস্যালিস্ট পার্টির সদস্যরা অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আনেজই মোরালেসকে উৎখাতের পরিকল্পনা সাজিয়েছিলেন।

২০২০ সালে প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ব্যাপক জয় পায় মাস সোস্যালিস্ট পার্টি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা থেকে বলিভিয়ায় ফেরার এবং দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয় মোরালেসের জন্য। তার সহকর্মী লুই আরচে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০২১ সালের মার্চে আটক হন আনেজ। গতকালের রায় ঘোষণার পর আনেজের আইনজীবী বলেন, ন্যায়বিচার পেতে আন্তর্জাতিক সংস্থাগুলোয় আপিল করবেন তিনি।

সূত্র: বিবিসি