Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

তামিমের ১৬২ রানের পর এবাদতের ৩ উইকেট


Shehab   Munawar প্রকাশিত:  ১২ জুন, ২০২২, ০৯:০৫ পিএম

তামিমের ১৬২ রানের পর এবাদতের ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক: ওপেনার তামিম ইকবালের অনবদ্য ১৬২ রানের উপর ভর করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

এরপর বল হাতে দ্বিতীয় দিন প্রতিপক্ষের ৪ উইকেট পতন ঘটায় বাংলাদেশের বোলাররা। ৫১ রানে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশ। ৬ উইকেট হাতে নিয়ে ১০৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।

প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন তামিম। এতে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭৪ রান করেছিলো বাংলাদেশ। তামিম ১৪০ ও মোসাদ্দেক হোসেন ৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন ১ উইকেট হারিয়ে আরও ৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৮৭ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১৬২ রান করেন তামিম। ১৯ রানে থামেন মোসাদ্দেক।

ব্যাট হাতে দারুন শুরু করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশ। ১০৯ রানের উদ্বোধনী জুটি পায় দলাট। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। এরপর প্রতিপক্ষের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এবাদত। রাজা নেন ১ উইকেট।

আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।