Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

সৌদি পৌঁছেছেন ৭৫৭৩ হজযাত্রী, একজনের মৃত্যু


Shehab   Munawar প্রকাশিত:  ১৩ জুন, ২০২২, ০৮:৩৬ পিএম

সৌদি পৌঁছেছেন ৭৫৭৩ হজযাত্রী, একজনের মৃত্যু

ঢাকা: বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে। 

এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সিস্টেমের ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ জুন মারা যান মো জাহাঙ্গীর কবির (৫৯)।  

এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ মিস্ত্রীপাড়ার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- A01012228। 

জানা গেছে, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩০৫ জন রয়েছেন।  

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। 

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।