Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপে সিনেটরদের সমঝোতা


Shehab   Munawar প্রকাশিত:  ১৩ জুন, ২০২২, ০৮:৪৭ পিএম

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপে সিনেটরদের সমঝোতা

আর্ন্তজাতিক ডেস্ক: আগ্নেয়াস্ত্র নিরাপত্তা-সংক্রান্ত সম্ভাব্য আইনের রূপরেখার বিষয়ে একমত হয়েছেন মার্কিন সিনেটরদের একটি অংশ। তাদের মধ্যে উভয় দলের সিনেটররা রয়েছেন। দেশটিতে একের পর এক নির্বিচারে গুলিতে হতাহত হওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এমন সমঝোতা হলো।

এই পদক্ষেপে ২১ বছরের নিচে কেউ বন্দুক কিনতে চাইলে কঠোরভাবে তার পূর্ব ইতিহাস খতিয়ে দেখা হবে এবং অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার তুলনায় নতুন এই সম্মতি অনেক সীমিত।

সম্প্রতি বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনায় কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার কঠোর বন্দুক আইনের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরে রোব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। ওই হামলার একদিন আগে নিউ ইয়র্কের বাফেলোতে আরেক হামলায় ১০ জন নিহত হন। এসব হামলার জেরে বন্দুক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে।

সিনেটরদের গ্রুপের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমরা আমেরিকার শিশুদের সুরক্ষা, আমাদের স্কুলগুলোকে সুরক্ষিত রাখতে এবং আমাদের দেশে সহিংসতার হুমকি কমাতে একটি সাধারণ জ্ঞান, দ্বিপক্ষীয় প্রস্তাব ঘোষণা করছি’। এতে আরও বলা হয়, ‘পরিবারগুলো ভীত, এবং আমাদের কর্তব্য একত্রিত হওয়া এবং এমন কিছু করা যা তাদের সম্প্রদায়ে তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার অনুভূতি পুনরুদ্ধার করতে সাহায্য করবে।’

নতুন এই প্রস্তাবকারী ২০ আইনপ্রণেতার অর্ধেকই রিপাবলিকান। দ্রুত এসব প্রস্তাব পাস করতে আইনপ্রণেতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আইনপ্রণেতারা স্পষ্ট করেছেন যে, প্রেসিডেন্ট যত তাড়াতাড়ি চাইছেন তত দ্রুত এটি পাস করা সম্ভব হবে না।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘স্পষ্টতই আমি যা প্রয়োজন বলে মনে করি তার সব এতে নেই, তবে এটি সঠিক দিকের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোকে প্রতিফলিত করে এবং কয়েক দশকে কংগ্রেসে পাস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দুক সুরক্ষা আইন হবে’।

সূত্র: বিবিসি