Shehab Munawar প্রকাশিত: ১৩ জুন, ২০২২, ০৮:৫১ পিএম
স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলো পর্তুগাল। তবে এবার সেই একই দলের কাছে ০-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে পর্তুগিজরা। যার ফলে উয়েফা নেশন্স লিগে গ্রুপ-২ এর শীর্ষস্থান হারিয়েছে তারা।
এই দুই ম্যাচের মূল পার্থক্য বলতে পর্তুগালের জয়ের দিনে নায়ক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর গত রাতের একাদশে ছিলেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
সুইজারল্যান্ডের ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচের গোলে পিছিয়ে যায় পর্তুগাল। বাকি সময় অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ দেওয়া হয়নি তাদের।
যদিও বলের দখল থেকে শুরু করে গোলে শট নেয়া সবদিক দিয়েই আধিপত্য বিস্তার করেছে পর্তুগিজরা। সুইজারল্যান্ড পুরো ম্যাচে মাত্র ৫টি শট করে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে পর্তুগাল মোট ২০টি শট করে, যার আটটি ছিল সরাসরি গোলে।
সুইস গোলরক্ষক জনাস ওমলিন এদিন অতিমানবীয় রুপে হাজির হয়েছিলেন। দানিলো পেরেইরা, বের্নার্দো সিলভা, গনসালো গেদেস, দিয়োগো জোতাদের একের পর এক প্রচেষ্টাকে দারুণ দৃঢ়তায় রুখে দিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব মপেলিয়েঁর হয়ে খেলা ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। পর্তুগালের লক্ষ্যে রাখা আটটি সবকটিই ঠেকিয়েছেন তিনি।
এই হারে লিগ এ’র গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে নেমে গেল পর্তুগাল। কারণ গ্রুপের অন্য ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে পর্তুগালের প্রতিবেশী স্পেন। নিজেদের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে সহজেই পরাস্ত করেছে তারা। প্রথমার্ধে কার্লোস সোলের এবং দ্বিতীয়ার্ধে টানা দ্বিতীয় ম্যাচে পাবলো সারাবিয়া লক্ষ্যভেদ করলে সহজ জয়ে গ্রুপের শীর্ষে উঠে যায় স্পেন।