Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ক্লাসেনের ব্যাটিংয়ে ভারতের টানা দ্বিতীয় হার


Shehab   Munawar প্রকাশিত:  ১৩ জুন, ২০২২, ০৮:৫৪ পিএম

ক্লাসেনের ব্যাটিংয়ে ভারতের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক:  সফরকারী দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-২০ সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো স্বাগতিক ভারতকে।

গত রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত। ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।

কটকে টস জিতে প্রথমে বোলিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আরেক ওপেনার ইশান কিশান ২১ বলে ৩৪ রান করেন। মিডল-অর্ডারে অধিনায়ক রিশাভ পান্ট ৫ ও হার্দিক পান্ডিয়া ৯ রানের বেশি করতে পারেননি।

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন শ্রেয়াস আইয়ার। ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে দলীয় ৯৮ রানে থামেন তিনি।

শেষদিকে দিনেশ কার্তিকের ২১ বলে ২টি করে চার-ছক্কায় সম্মানজনক স্কোর পায় প্রথম ম্যাচে ২শর বেশি রান করা ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে তারা। দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ২ উইকেট নেন।

১৪৯ রানের টার্গেটে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ৪১ বলে ৬৪ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক তেম্বা বাভুমা ও ক্লাসেন। ৩৫ রান করে বাভুমা ফিরলেও, টি-২০ ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন।

শেষ পর্যন্ত দলকে জয়ের কাছে রেখেই ফিরেন ক্লাসেন। ৪৬ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের দুদার্ন্ত ইনিংস খেলেন ক্লাসেন। ১৫ বলে অনবদ্য ২০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পেঁৗছে দেন ডেভিড মিলার। তখনও ম্যাচের ১০ বল বাকী ছিলো। ম্যাচ সেরা হন ক্লাসেন।

আগামীকাল বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।