Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বিরোধী এমপিদের চতুর্থ ডোজ টিকাও দেব : স্বাস্থ্যমন্ত্রী


Shehab   Munawar প্রকাশিত:  ১৪ জুন, ২০২২, ০৯:১৪ পিএম

বিরোধী এমপিদের চতুর্থ ডোজ টিকাও দেব : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিনামূল্যে করোনাভাইরাস প্রতিরোধী চতুর্থ ডোজের টিকা দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় কিছুটা হাস্যরস করে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সরকারি দলের সদস্যদের কয়েকজনকে কথা বলতে দেখা যায়। পরে জাহিদ মালেক বলেন, বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। তাই সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেকটি ডোজ টিকা দেয়া হোক। তৃতীয় ডোজের টিকা দেয়া হয়েছে। তাদের বিনামূল্যে চতুর্থ ডোজের টিকারও ব্যবস্থা করা হবে।

 

এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের মোকাব্বির খান বলেন, সিন্ডিকেট করে স্বাস্থ্যখাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের ঘাটতি আছে।