Shehab Munawar প্রকাশিত: ১৪ জুন, ২০২২, ০৯:৪৭ পিএম
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে দুর্দান্ত সময় পার করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে মাঠে নামলেই রানের ফোয়ারা ছুটছে তাতে। নিজের সেরা সময়কে স্মরণীয় করে রাখতে আগামী দেড় বছরে দুই বিশ্বকাপ জেতার লক্ষ্য স্থির করেছেন তিনি।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আগামী বছরের অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ।
এই দুই বিশ্বকাপ জিততে চান বাবর। তিনে বলেছেন, ‘অবশ্যই আমি ফর্ম উপভোগ করছি। এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হচ্ছে আগামী দেড় বছরে পাকিস্তানের জন্য দুটি বিশ্বকাপ জেতা। সেটা যদি করতে পারি তবেই আমার রানগুলো সার্থক হবে।’