Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির নতুন পোস্টার


Shehab   Munawar প্রকাশিত:  ১৪ জুন, ২০২২, ০৯:৫১ পিএম

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির নতুন পোস্টার

বিনোদন ডেস্ক: আগামী ৮ জুলাই মুক্তি পাবে মার্কিন সুপারহিরো ছবি ‌‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। এরইমধ্যে ছবির টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’র আইকনিক চরিত্রগুলোকে নিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিওস। এবারের ছবিতে দুই থরকে দেখা যাবে।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এর নতুন পোস্টারে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে স্পেস ভাইকিং ও তার সাবেক প্রেমিকা জেন ফোস্টারকে। থরের বন্ধুদের নিয়েও পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবিতে থরের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ এবং তার সাবেক প্রেমিকার ভূমিকায় আছেন নার্টালি পোর্টম্যান। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ক্রিস্টিয়ান বেল, রাসেল ক্রো,  তাইকা ওয়েইতিতি ও টেসা থম্পসনকে।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিটি পরিচালনা করেছেন তাইকা ওয়েইতিতি। প্রযোজনা করেছেন কেভিন ফেইজ ও ব্রাড উইন্ডারবাম। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৯তম ছবি এটি। 

 

 

সূত্র : মার্ভেল ডটকম