Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

উম্বলডন দিয়ে ফিরতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস


Shehab   Munawar প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৮:৫৫ পিএম

উম্বলডন দিয়ে ফিরতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক: বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়ে আবারো টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এক বছর পর উইম্বলডন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে কোর্টে ফিরবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’

এক বছর আগে এই উম্বলডনেই ইনজুরিতে পড়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। ইনজুরির কারণে প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় তাকে। 

সবুজ ঘাসের উপর সাদা জুতা পরিহিত নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড দেন সেরেনা। ছবির ক্যাপশনে সেরেনা লেখেন, ‘এসডব্লু এবং এসডব্লু১৯। এটি একটি তারিখ। ২০২২, সেখানে দেখা হবে।’

এখন র‌্যাংকিংয়ে বিশ্বের নিম্নতম ১,২০৮তম স্থানে থাকা সেরেনা একক নাকি ডাবলসে খেলতে চান সেটি  নিশ্চিত করেননি। দীর্ঘদিনের ইনজুরির কারনে র‌্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী সেরেনা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার। 

একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ বুধবার ঘোষণা করা হবে। ২০১৬ সাল পর্যন্ত উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনাল খেলেছিলেন তিনি।  

আগামী ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন।