Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

কুমিল্লায় আরো বেশি ভোটে জয়ের আশা করেছিলাম: তথ্যমন্ত্রী


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ জুন, ২০২২, ০৮:৫০ পিএম

কুমিল্লায় আরো বেশি ভোটে জয়ের আশা করেছিলাম: তথ্যমন্ত্রী

ঢাকা: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়লাভ করলেও ভোটের ব্যবধান আরো বেশি আশা করেছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে এখানে জয়লাভ করেছেন। আমরা আশা করেছিলাম, আরো বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ছয় হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন করেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন। তিনি অল্প ভোটে হেরেছেন।

তিনি বলেন, সব প্রার্থী বলেছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের (আওয়ামী লীগ) প্রার্থীর ওপর বেশি নজরদারি করেছে। তবে স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি। অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না।