Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

৮০ লাখ অস্ট্রেলিয়ানকে ২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ জুন, ২০২২, ০৯:২০ পিএম

৮০ লাখ অস্ট্রেলিয়ানকে ২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান

আর্ন্তজাতিক ডেস্ক: নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের বৈদ্যুতিক ২ ঘণ্টা বিদ্যুত ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির অবস্থান এই রাজ্যে। বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় এই আহ্বান জানান জ্বালানি মন্ত্রী।

জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানান, তাদের প্রতিদিন সন্ধ্যায় ২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করা উচিত নয়। তবে এ ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই।

এই মন্ত্রীর দাবি, এমনটা করলে আসন্ন লোডশেডিং অনেকাংশেই এড়ানো যাবে। তাই বোয়েন নিউ সাউথ ওয়েলসে বসবাস করা মানুষদের যথাসাধ্য বিদ্যুৎ অপচয় রোধ করার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, আপনি সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কোন বৈদ্যুতিক জিনিস ব্যবহার করবেন না, অভ্যাসে পরিবর্তন আনুন।

অস্ট্রেলিয়ার অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়লা নির্ভর। সম্প্রতি বন্যা ও নানা কারণে কয়লা সঙ্কট দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে দেশটিতে বেড়েছে বিদ্যুতের দাম। সাথে বিশ্ববাজারে গ্যাস ও তেলের মতো জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সঙ্কট আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।