Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেজ


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ জুন, ২০২২, ০৯:২৫ পিএম

বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেজ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকবেন না ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার দানি আলভেজ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আলভেজ নিজেই জানিয়েছেন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার এ সিদ্ধান্তের কথা।

ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনায় থাকতে চান আলভেজ। কিন্তু বার্সেলোনার ভাবনা ভিন্ন। তারা চেলসি থেকে সিজার আজপিলিকুয়েতাকে দলে নিতে চাইছে।

গতবছরের নভেম্বরে বার্সেলোনার বাজে সময়ে হাল ধরতে ফ্রি ট্রান্সফারেই বার্সেলোনায় এসেছিলেন আলভেজ। জাভি হার্নান্দেজের অধীনে কাতালানদের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর ছিলেন ছয় বছর পর দলে ফেরা এ রাইট ব্যাক।

এছাড়া আগে থেকেই রাইট ব্যাক পজিশনে আছেন তরুণ সার্জিনো ডেস্ট। যে কারণে আজপিলিকুয়েতাকে দলে নেয়ার জন্য আলভেজকে ছেড়ে দিতে চাইছে বার্সেলোনা।

এ কারণে নিজ থেকেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আলভেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক বার্তায় আবেগী বিদায় জানিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা।