Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

মুখোমুখি বুবলী-মিথিলা


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ জুন, ২০২২, ০৯:৩৩ পিএম

মুখোমুখি বুবলী-মিথিলা

বিনোদন ডেস্ক: 
করোনার চোখ রাঙানি নেই। পরিস্থিতি এখন স্বাভাবিক। আর তাই প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে ‘তালাশ’ ও ‘অমানুষ’ শিরোনামের দুটি সিনেমা।

রোমান্টিক-সাসপেন্স ঘরানার গল্পে নির্মিত হয়েছে ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ। দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটির পরিবেশক অভি কথাচিত্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সিনেমা প্রসঙ্গে সৈকত নাসির বলেন, গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে ছোট বাজেটের অনেক সিনেমা বড় বাজেটের সিননেমাকে পেছনে ফেলে দিয়েছে। আমার এ সিনেমার গল্পই সব। বাজেট এখানে বিষয় না। আদর ও বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছেন। ইতোমধ্যেই সিনেমাটির গান ও ট্রেলার দর্শক পছন্দ করেছে। বড় বড় প্রেক্ষাগৃহগুলোও বুকিং হয়েছে। এতটুকু বলতে পারি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।

এদিকে দেশের ৪০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অমানুষ’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার। এতে তার নায়ক নিরব। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন- প্রথম সপ্তাহে এতগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে, এতে আমি খুশি। দর্শকের কাছে সিনেমাটি ভালো লাগলে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বাড়বে। আমি মনে করি, ‘অমানুষ’ একটি ভালো লাগার ছবি। দর্শক হতাশ হবে না।

বাস্তব ঘটনা অবলম্বনে ‘অমানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। গহীন জঙ্গলে আটকা পড়েন মিথিলা। সেখানকার বনদস্যু নিরবকে নিয়ে এগিয়েছে ছবির কাহিনি।