Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

পদ্মাসেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে: পুলিশ


Shehab   Munawar প্রকাশিত:  ২৭ জুন, ২০২২, ০৯:৪১ পিএম

পদ্মাসেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে: পুলিশ

ঢাকা: আইন অমান্য করে যারা পদ্মাসেতুতে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন তাদেরকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক রোববার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, পদ্মাসেতুতে যারা আইন ভঙ্গ করে টিকটক ভিডিও করেছে তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

কিন্তু শনিবার পদ্মাসেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনই বিভিন্ন সময়ে সেতুতে বিশৃঙ্খলা দেখা গেছে।

ইতোমধ্যে পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।