Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আবারো মা হতে যাচ্ছেন কারিনা কাপুর!


Shehab   Munawar প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২২, ০৮:২৩ পিএম

আবারো মা হতে যাচ্ছেন কারিনা কাপুর!

বিনোদন ডেস্ক:  বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। বর্তমানে তারা পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি কারিনা সোশাল মিডিয়ায় সাইফসহ সেলফি শেয়ার করেন। সে ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল নেট দুনিয়ায়।

ছবিটি ঘুরপাক খাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার পাড়ায়। লন্ডন সফরের ছবি পোস্ট করা হয়েছিল। সে ছবিতে কারিনার নাকি বেবি বাম্প দেখা গেছে! প্রশ্ন উঠছে পাতৌদি এবং কাপুর পরিবারে নতুন অতিথি আসতে চলেছে কি না সে নিয়ে। বলিউড অভিনেত্রী কারিনা আবারো মা হবেন এমনটাই ভাবছেন ভক্তরা। ভাবছেন তৃতীয় সন্তান আসছে সাইফিনার ঘরে।

এর আগে ১১ জুলাই ইন্সটাগ্রামে আলেকজান্দ্রা গ্যালিগানের পোস্ট করেন ছবি। যেখানে কারিনা এবং তার জাহাঙ্গীরকে দেখানো হয়েছিল। আরেকটি ছবিতে সাইফকে রান্নাঘরে তাদের জন্য খাবার তৈরি করতে দেখা গেছে।

একজন ভক্ত লিখেছেন, আবারো মা হতে চলেছেন! আপনি নিজের স্বাস্থ্য নিয়েও একটু ভাবুন কারিনা। আপনাকে কারিশমা কাপুরের চেয়েও বেশি বুড়ো লাগে এখন।

অপর একজন লিখেছেন, ফের প্রেগন্যান্ট? আরো এক নেটিজেন লেখেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার প্রচার চালাচ্ছে। আর আপনারা এই ধরনের কাজ করে চলেছেন। সাধারণ মানুষ কী শিখবে? এভাবেই চালাতে থাকুন। তাহলে কিছুদিনের মধ্যে পাতৌদি ক্রিকেট টিম তৈরি হয়ে যাবে।

তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি এ দম্পতি।