Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আবার বিয়ে করলেন জনপ্রিয় গায়ক এস আই টুটুল


Shehab   Munawar প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২২, ০৮:২৫ পিএম

আবার বিয়ে করলেন জনপ্রিয় গায়ক এস আই টুটুল

বিনোদন ডেস্ক:  অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বেশ সুখের সংসারই ছিল জনপ্রিয় গায়ক এস আই টুটুলের। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি। কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের সেই সংসার টিকলো না। তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টুটুল। নতুন সংসার পেতেছেন গায়ক।

সম্প্রতি বিয়ে করেছেন এস আই টুটুল। তার স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।

গায়কের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায় বিয়ের খবরটি। তারা জানান, ২০২২ সালে তিনে দ্বিতীয় বিবাহ করেন। পাত্রী নিউইয়র্ক প্রবাসী শারমিনা সিরাজ (সোনিয়া)। সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আছেন।

এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।