Shehab Munawar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২, ০৮:৩৬ পিএম
ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষকদের লাঞ্ছিত করে দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ এসব কাজ করে যাচ্ছে।
সোমবার সকালে সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, এবারের বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখনো শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।