কাতারে বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রবাসীদের উম্মাদনা। বিশ্বকাপকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে লুসাইন সিটিকে। অন্যদিকে এক নজর বিশ্বকাপের ট্রফি দেখতে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের।
কাতারে বিশ্বকাপ ট্রফিটা কাছ থেকে দেখতে লাইন ধরেছেন বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী। এ বছরের শেষে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। তবে তার আগেই প্রদর্শন করা হচ্ছে বিশ্বকাপ ট্রফি। এটি এক নজর দেখতে ও এর সঙ্গে ছবি তুলতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। টিকিটের দাম সাধ্যের মধ্যে না থাকায় অনেকে অভিবাসী শ্রমিক খেলা দেখতে পারবেন না। তাই তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেই সাধ মিটাচ্ছেন।
বিশ্বকাপ উপলক্ষে ৮টি স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি। এরমধ্যে ৭টি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। দৃষ্টিনন্দন প্রতিটি স্টেডিয়ামে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এসব স্টেডিয়াম নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশিরা।