ফিলিস্তিনি শিশুর যে গানে মন কাড়ল সবার
শিশুটির এ গানে ফিলিস্তিনি ভাইবোনদের সংগ্রামের কথা উঠে এসেছে। মাথা নত না করা এবং সক্ষমতা ছাড়া যুদ্ধ না করার কথাও বলা হয়েছে গানটিতে। যখন আইন ভেঙ্গে অনাচার ও অনায্যতা নিয়মে পরিণত হয় তখন প্রতিরোধ অনিবার্য হয়ে ওঠে এমন এক প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনি নারী-পুরুষদের ছবি গানের ফুটেজে ব্যবহার করা হয়েছে। অপসংস্কৃতির জোয়ারে যখন আমাদের শিশুরা শৈশববিহীন এক অদ্ভুত জীবনে হারিয়ে যাচ্ছে তখন তাদের সংগ্রামের কথা তাকে ভবিষ্যতে সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখাবে এ গানটি। গানটির সাবটাইটেল বাংলায় করে দেওয়া। ইউটিউব থেকে সংগৃহীত