বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে বেশ সুনাম রয়েছে জয়া আহসানের। বাংলাদেশের একাধিক জাতীয় পুরস্কার রয়েছে তার ঝুলিতে। টালিউডে ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। বিভিন্ন সময়ে নিজের মতামত জানান। নিজের জীবনের নানা মুহূর্তের ছবি পোস্ট করেন। এমনই কিছু ছবি সোমবার জয়া ইনস্টাগ্রামে শেয়ার করেন।
দু’বছর পর অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার। করোনাকালের স্থবিরতা কাটিয়ে এবারের আয়োজন সব দিক থেকেই আলাদা। লালগালিচায় তারকারা গ্ল্যামারের কোনো কমতি রাখেননি। আর এই অনুষ্ঠানের জন্যই জয়া আহসান সেজেছেন ভিন্নরূপে।
আগের অধিকাংশ অনুষ্ঠানে শাড়িতে দেখা গেলেও জয়া আহসান এবার মেরিল–প্রথম আলো পুরস্কারের লাল গালিচায় এলেন একদমই ভিন্নভাবে। কড়া মেকাপে রীতিমতো নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। রীতিমতো তাকে দেখে বার্বি ডল এর মতো লাগছে বলে মন্তব্য করেছে অনেকেই।
ইংল্যান্ড থেকে কেনা রুপালিরঙা টপটিতে ছিল সাদা চুমকির কাজ। সঙ্গে ছিল বেলবটমের কালো প্যান্ট। কানের দুলটি কেনা ভারত থেকে। হাতে গোল্ডেন ঘড়ি ছাড়াও ছিল কালো ভেলভেটের ব্যাগ।
সাজ আর হেয়ার স্টাইলের দায়িত্ব তুলে দিয়েছিলেন নিজের মেকআপ আর্টিস্ট কানিজকে।
বর্তমানে জয়া আহসান ব্যস্ত রয়েছেন সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় নিয়ে। ইরানের জনপ্রিয় পরিচালক মোরতেজা আরশমোর নতুন ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে। ছবির নাম ‘ফেরেস্তা’। জয়া ছাড়াও ছবিতে রয়েছেন বাংলাদেশের অভিনেতা মোখতারি, আতিয়া পিরালি, কাভাসের মতো শিল্পীরা। কিছুদিন আগে আবার রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী। সেই কাজও দেখতে হয় তাকে।