বিনোদন ডেস্ক: স্পেনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ উৎসবে অংশ নিতে তাই শিগগিরই স্পেনে যাবেন মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সঙ্গে যাচ্ছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজকসহ সংশ্লিষ্ট আরো অনেকে।

স্পেনের চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা আজমেরী হক বাঁধন। এ প্রসঙ্গে বাঁধন বলেন, আমার অভিনীত সিনেমা বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই সম্মান ও আনন্দের বিষয়। এছাড়া বাংলাদেশি সিনেমার জন্যও একটি অর্জন এটি।

স্পেনের চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সব ধরনের আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বাঁধন। ১০ জুনের মধ্যে ভিসাও পেয়ে যাবেন বলে আশা করছেন তিনি। উৎসব শেষে দেশে ফিরে আবারো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত হবেন আজমেরী হক বাঁধন।

২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এরপর থেকেই বলা যায় বৃহস্পতি তুঙ্গে আছে সিনেমাটির নায়িকা বাঁধনের।