বিনোদন ডেস্ক: ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নিজের অভিনয় দিয়ে অল্প কয়েকদিনেই নিজের জাত চিনিয়েছেন। উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় ছবি। মাঝে করোনার কারণে সবকিছু থমকে থাকলে আবারো সেই কর্মব্যস্ত সময়ে ফিরতে শুরু করেছে। আর সেই তালিকা থেকে বাদ যায়নি দেশের চলচ্চিত্রাঙ্গন। এই অঙ্গন ব্যস্ত হওয়া মানে ব্যস্ততা শুরু হওয়া অভিনয় শিল্পীদের। আর তাই বুবলীরও ব্যস্ততা শুরু।
এবার রোজার ঈদে বুবলীর ‘বিদ্রোহী’ সিনেমাতে সাবলীল অভিনয় যেমন দর্শকের মনে দাগ কেটেছে, তেমনই নবীন চিত্রনায়িকা হিসাবে পূজা চেরী ‘গলুই’ সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল, এ দুই নায়িকার নায়কই ছিলেন একজন, শাকিব খান। তাই তাদের নিয়ে আলোচনার পরিমাণটা একটু বেশিই ছিল।
শুধু রোজার ঈদের গ্রাফই নয়, ঢাকাই সিনেমার বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যাবে, বুবলী ও পূজারই ক্যারিয়ারের চাকা এখন বেশ সচল। দুজনেরই এখন সুসময় চলছে। তাদের নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় আগ্রহী হয়ে উঠছেন নির্মাতারা। যদিও ঈদের অনেক আগে বছরখানেক ধরেই প্রায় প্রতি মাসে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বুবলী। সমসাময়িক তারও আগে প্রতিষ্ঠিত অনেক চিত্রনায়িকা যখন বেকার, তখন বুবলী তাদের টপকে শীর্ষস্থান দখলের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছেন।
পূজা চেরীও কম যান না। এই ঈদে বুবলীর একটি সিনেমা মুক্তি পেলেও পূজা চেরী অভিনীত দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। ঢালিউডের আরেক নায়ক সিয়াম আহমেদের সঙ্গে পূজা ‘শান’ মুক্তির পরেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ‘শান’-এর যাত্রা যে এখানেই শেষ তা কিন্তু নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পাচ্ছে এই ছবিটি।
এদিকে শবনম বুবলী ও পূজা চেরী ব্যস্ততা এবং মন্দার বাজারে তাদের ব্যক্তিগত সাফল্যের উচ্ছ্বাস নির্মাতাদেরও ছুঁয়ে গেছে। সিনেমার এ দুঃসময়ে আস্থা রাখার মতো নায়িকা সংকটে তাদের সাফল্য নতুন করে আশাবাদী করে তুলেছে সংশ্লিষ্টদের। বুবলীকে এক সময় শুধু শাকিব খানের বিপরীতেই অভিনয় করতে দেখা গেলেও গত এক বছর ধরে সেই বৃত্ত ভেঙে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে যাচ্ছেন তিনি। পুরোনো নায়ক ছাড়াও নবাগত নায়কদের সঙ্গে নিয়মিত জুটি বাঁধছেন এ নায়িকা।
গত এক বছর ধরে যেসব সিনেমায় অভিনয় করছেন সেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। ঈদের পর আগামী ১৬ জুন ‘তালাশ’ নামের তার অভিনীত একটি নতুন সিনেমা মুক্তি পাবে। যাতে তিনি নবাগত আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন। এ ছাড়া আগামী ঈদেও তার অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ; নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। সাম্প্রতিক কাজ নিয়ে শবনম বুবলী বলেন, আমি গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। শুরু থেকেই বলে এসেছি, আমি অভিনয়ের জন্য সিনেমায় নাম লিখিয়েছি। অন্য কোনো এজেন্ডা আমার মাথায় নেই। দর্শক যেভাবে আমাকে উৎসাহিত করছেন তাতে ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী। আশা করছি সামনের দিনগুলোতেও তাদের সমর্থন পাব।
নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে পূজা বলেন, ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করছি। তবে অল্প সময়ে দর্শকরা আমাকে অভিনয়ের জন্য ভালোবেসেছেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান হিসাবে আমিও ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করে যাচ্ছি। লক্ষ্য একটাই, দর্শকদের বিনোদিত করা। আরো কিছু ভালো সিনেমা নিয়ে যেন অনেকদিন কাজ করতে পারি এটাই চাওয়া।