বিনোদন ডেস্ক: বিচ্ছেদের মেঘ কাটতেই প্রেমে বানভাসি! আবার একাকার সিদ্ধার্থ মালহোত্র-কিয়ারা আডভানী। ভক্তরাও খুশির জোয়ারে ভাসছেন। যদিও তারা জানেন না, এর থেকেও বেশি খুশির খবর অপেক্ষা করে আছে তাদের জন্য। সব ঠিক থাকলে খুব শিগগিরিই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন যুগলে!

এত বড় ঘটনার নেপথ্যে কে, জানেন? টিনসেল নগরী বলছে, তিনি কর্ণ জোহর। অসংখ্য জনপ্রিয় ছবির প্রযোজক-পরিচালক নাকি শুধুই তারকাসন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন না, বরং সময়ে সময়ে তিনি সফল ‘মদনদেব’ও। অনেক বিচ্ছেদ নাকি থমকে গিয়েছে তার আঙুলের ইশারায়!

ঘটনা সত্যি? জানতে গেলে পিছিয়ে যেতে হবে কর্ণের জন্মদিনে। ওই দিন উদযাপন পার্টিতে আমন্ত্রিত সিদ্ধার্থ-কিয়ারা দু’জনেই। সম্পর্কের দূরত্ব কমাতেই নাকি এই আয়োজন। একমাত্র কর্ণ জানতেন, যুগলে মন থেকেই ভালবেসেছিলেন পরস্পরকে। তাই তাদের বিচ্ছেদ, তাদের যন্ত্রণা ছুঁয়ে গিয়েছিল তাকেও। কর্ণের পার্টিতেই আগের মতো উচ্ছ্বল তারকা যুগল। আনন্দে প্রকাশ্যেই পরস্পর আলিঙ্গনে ধরা দেন। সেই দৃশ্য নিমেষে ভাইরাল। জন্মদিনে কর্ণের কাছে এর থেকে বড় উপহার কী হতে পারে?

পরিচালকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, আপাতত বাঁধভাঙা ভালবাসা দুই তারকার মনে। একে অপরকে আঁকড়ে ধরেছেন আরও। চোখে হারাচ্ছেন যখন তখন। কাজের ব্যস্ততার মধ্যেও পরস্পর কাছাকাছি। হাতের কাজ শেষ হলেই নাকি লম্বা ছুটি। একান্তে ভালবাসতে উড়ে যাবেন বিদেশে! তার পরেই কি বিয়ের ঘোষণা? বলিউড বলছে, সবটাই ক্রমশ প্রকাশ্য!