বিনোদন ডেস্ক: জায়েদ খান চিত্রনায়িকা মৌসুমীকে চারমাস ধরে ‘বিরক্ত ও হয়রানি’ করছেন এমন অভিযোগ এনেছেন ওমর সানী। তবে ওমর সানীর অভিযোগ সত্য নয় বলে অডিও বার্তা দিয়েছেন মৌসুমী। মৌসুমী গতকাল সোমবার অডিও বার্তায় বলেছেন, ‘জায়েদ খান ভালো ছেলে। জায়েদ তাকে অসম্মান করেনি।’
জায়েদ-মৌসুমী-ওমর সানীর ত্রিমুখী দ্বন্দ্বে এবার যুক্ত হয়েছেন ফারদিন। তিনি মৌসুমী ও ওমর সানীর ছেলে। মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে ফারদিন জানান, ‘মা বলেছেন, “দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি (অডিও বার্তায়)। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী- এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।”’
ওমর সানী দাবি করেছেন, জায়েদকে তিনি চড় মেরেছেন। তবে জায়েদ বলেছেন, ওমর সানী তাকে চড় মারেননি। জায়েদের বিরুদ্ধে ‘সংসার ভাঙার’ অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দিয়েছেন ওমর সানী। ফারদিন বলেন, ‘তিনি (জায়েদ খান) থাপ্পড় খাওয়ার যোগ্য দেখেই থাপ্পড় খেয়েছেন। আর আমার বাবা পাগল না। বুঝেই সেসব করেছেন। মায়ের দুর্বলতার সুযোগ নিয়েছেন তিনি। তাকে প্রপারলি শাস্তি দিয়েছেন আব্বা।’