সূচি চূড়ান্ত, ১৫ মে চট্টগ্রামে, ২৩ মে মিরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ 

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। (২১ এপ্রিল) সিরিজের চূড়ান্ত সময় সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টেরই দিনের খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে লংকানদের।

এরই মধ্যে সফরকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিছু দিনের মধ্যে দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।