স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উন্নতিতে বিশ্রামের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ পেসার কাইল জেমিসন। জেমিসনের এমন সিদ্ধান্তে মুগ্ধ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
তিনি জানান, আইপিএলের মত বড় আসরে না খেলে যে মানসিকতার পরিচয় দিয়েছেন জেমিসন, তা সত্যি অবাক করার মত। ইংল্যান্ড সফরে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবে জেমিসন।
২০২১ সালে নিজের প্রথম আইপিএলের নিলামেই চমক দেখিয়েছিলেন জেমিসন। ২ মিলিয়ন ডলারে রয়্যাল চ্যাঞ্জোর্স ব্যাঙ্গালুরুতে যোগ দেন তিনি। ঐ আসরে ব্যাঙ্গালুরুর হয়ে ৯টিতে খেলে ওভারপ্রতি ৯ দশমিক ৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন জেমিসন।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে চলমান আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেমিসন। কারণ জাতীয় দলের হয়ে ভালো খেলতেই, আইপিএলের সময়টাতে বিশ্রামে থাকতে চেয়েছিলেন জেমিসন।
জেমিসন এমন সিদ্ধান্তকে বাহবা দিলেন স্টিড। বিশ্বজুড়ে ক্রিকেটাররা যেখানে আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন, সেখানে জাতীয় দলের চিন্তায় আইপিএলের যাননি ২৭ বছর বয়সী জেমিসন।
স্টিড বলেন, আমি মনে করি, জেমিসনের বয়সে এটি যে কারো পক্ষে করাটা খুব সাহসী পদক্ষেপ হবে। অবশ্যই সেখানে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন হয়েছে তার। একজন ক্রিকেটার হিসেবে যা করা প্রয়োজন তা করছেন।
তিনি আরো বলেন, সম্ভব হলে নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান জেমিসন। তবে টেস্ট ক্রিকেটই তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে যেভাবে সে নিজেকে তৈরি করছে এজন্য তাকে আমি অভিনন্দন জানাই।
আগামী ২ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল ঘোষিত নিউজিল্যান্ডের প্রাথমিক দলে রাখা হয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার জেমিসনকে।
দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে ফিরছেন ৬ ফুট ৮ ইঞ্চির জেমিসন। এতে কিউইদের পেস আক্রমনকে শক্তশালী করে তুলেছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র হওয়া টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে লড়াই করেছিলেন জেমিসন। ৩৩ গড়ে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ২০২০ সালে অভিষেকের পর ১৪ টেস্টে ৬৬ উইকেট, ৮টি করে ওয়ানডে ও টি-২০তে যথাক্রমে ১১টি এবং ৪টি উইকেট নিয়েছেন জেমিসন।