স্পোর্টস ডেস্ক: ডার্বিশায়ার কাউন্টি প্রিমিয়ার লিগে খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আজ (৬ মে) ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার।
আশরাফুল ছাড়া জাতিয় দলে খেলা আরো কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডের এই লিগে অংশ নেবেন। তারা হলেন ইমরুল কায়েস, ফরহাদ রেজা, আরাফাত সানি, তানভীর ইসলাম, জহুরুল ইসলাম অমি ও সোহরাওয়ার্দী শুভ। আজ ও আগামীকালের মধ্যে তারাও ঢাকা ছাড়বেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে মোহাম্মদ আশরাফুল লিখেন ‘আমার জন্য দোয়া করবেন।’
এর আগে আশরাফুল বলেন, ইংল্যান্ডে কাউন্টি লিগের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে ডার্বিশায়ার কাউন্টি লিগ। সেখানের লেথুন পার্ক সিসি ক্লাবের হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ‘আমার দল দুটো ম্যাচ খেলে ফেলেছে। আমি তৃতীয় ম্যাচ থেকে মাঠে নামতে পারব।’