স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান করোনা থেকে সেরে উঠেছেন। কিন্তু হাতে সময় নেই। ১৫ মে থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সাকিব কি এই টেস্টে খেলতে পারবেন?

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কথায় পরিষ্কার ইঙ্গিত, করোনার ধকল কাটিয়ে সাকিবের খেলা কঠিন হবে। ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে টেস্টের মতো কঠিন ফরম্যাটে খেলাতে রাজি নন কোচ।

তাহলে কে হবেন সাকিবের বিকল্প? যদি বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে মোসাদ্দেক হোসেনের একাদশে জায়গা প্রায় নিশ্চিত। কেননা হেড কোচ ডোমিঙ্গো এমন একজনকেই চাইছেন, যিনি ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও অবদান রাখতে পারবেন।

মোসাদ্দেককে নিয়ে ডোমিঙ্গো বলেছেন, ‘সে অবশ্যই আমাদের বিবেচনায় আছে। যদি সাকিব খেলতে না পারে, তবে তার কথা ভাবা হবে।’

ইয়াসির আলি রাব্বি মিডল অর্ডারে ভালো করছেন। কিন্তু মোসাদ্দেককে জায়গা করে দিতে রাব্বি বাদ পড়তে পারেন। ডোমিঙ্গোর কথায় তেমন ইঙ্গিত।

ডোমিঙ্গো বলেন, ‘আমার মনে হয়, আমাদের এমন কাউকে বিবেচনা করা উচিত যে বল করতে পারে। ইয়াসির বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। কিন্তু আমাদের এমন একজন দরকার, যে কিনা ১০-১৫ ওভার বল করতে পারবে।’

সাকিব না খেললে অলরাউন্ডার কোটায় ঘাটতি থেকেই যায়। এর আগের সিরিজে মুমিনুল হক টুকটাক বোলিং করেছেন। শান্তও পার্টটাইমার হিসেবে ঠিক আছেন। কিন্তু ডোমিঙ্গোর দরকার একজন জেনুইন অলরাউন্ডার।

টাইগার কোচের ভাষায়, ‘আমি নিশ্চিত নয়, মুমিনুলের ১০-১৫ ওভার বল করার মতো আত্মবিশ্বাস আছে কিনা। শান্তও দিনে ৬-৭ ওভারের বেশি করে না। দলে এমন একজন দরকার যে ৬-৭ নম্বরে ব্যাট করতে পারে, আবার দিনে ১০-১৫ ওভার বলও করতে পারবে। এটা হলেই ভারসাম্য আসবে দলে। সাকিব না থাকলে এমন একজন দরকার আমাদের। সাকিব থাকলে তো কাজটা সহজ। কিন্তু তাকে খুব বেশি পাওয়া যায় না।’