স্পোর্টস ডেস্ক:  এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে বাংলাদেশ। শনিবার ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে পিছিয়ে পড়েও স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজরা।

পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। তিনিই ম্যাচসেরা। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে আগেই এশিয়ান গেমস নিশ্চিত করেছিল বাংলাদেশ।

ম্যাচের ১০ মিনিটে চানাচলের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। দ্বিতীয় কোয়ার্টারের সাত মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ২৯ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারের গোলে ২-১-এ লিড নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের পাঁচ মিনিটে আশরাফুলের দ্বিতীয় গোলে লিড বাড়ায় বাংলাদেশ। এরপর স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ফাইনাল শুরু হবে। অপর সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। এ নিয়ে টানা দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। গত মার্চে এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠে ওমানকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আবারও ফাইনালে সেই ওমানই প্রতিপক্ষ। দুই দলের সর্বশেষ ফাইনাল নির্ধারিত সময়ে ছিল ১-১। টাইব্রেকারে জেতে বাংলাদেশ।