স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টানা ব্যর্থতায় অধিনায়কত্ব তার ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে কি না, সে প্রশ্ন উঠেছে জোরেশোরেই। এমতাবস্থায় গুঞ্জন, শিগগিরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবেন মুমিনুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে কথা বলে বিষয়টি আরেকটু খোলাসা করেছেন। তার মতে, মুমিনুলকেই নিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার (৩০ মে) সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি।
জালাল বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ। অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারও পরামর্শ চাইতে হয়তো ইতস্ততবোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।’
এ বিষয়ে মুমিনুল কি ভাবছে সেটা জানার জন্য তার সঙ্গে বসবেন বিসিবি সভাপতি। খোলামেলা আলাপ করবেন মুমিনুলের চিন্তা জানার জন্য। বিসিবি মুমিনুলের উপর কিছু চাপিয়ে দিতে চাচ্ছে না এই মুহূর্তে। মুমিনুল কী চায় সেটির ওপরই ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত হবে।
জালাল আরো বলেন, ‘মুমিনুলের সঙ্গে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে। তার সাথে হয়তো আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময়ে সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।’
টেস্টে অধিনায়কত্বটা মুমিনুলের কাছে আসে হঠাৎ করে। গ্রহণের জন্য বলতে গেলে প্রস্তুত ছিলেন না মুমিনুল। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় তার কাঁধে আচমকা চলে আসে নেতৃত্ব ভার। শক্তিশালী ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে হয় শুরু। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার।
নেতৃত্ব পাওয়ার পর ব্যাটসম্যান মুমিনুলের ধার যেন ধীরে ধীরে কমছে। চল্লিশের বেশি গড় এখন ৩৫-এর নিচে। ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়াতে নেতৃত্বের কথা উঠে আসছে বারবার। মুমিনুল নিজে কী মুক্তি চাইবেন নেতৃত্ব থেকে?