স্পোর্টস ডেস্ক: ব্রেন্ডন কিংয়ের অনবদ্য ৯১ রানের সঙ্গে স্পিনার আকিল হোসেনের বোলিং নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে ২-০ ব্যবধানে এগিয়েও গেল ক্যারিবীয়রা।
আমস্টেলভিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলো স্বাগতিক নেদারল্যান্ডস। ১২৩ বল খেলে ১০১ রানের শুরু এনে দেন দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক ও’দাউদ। বিক্রম ৪৬ রানে ফিরলেও ৫১ রানে আউট হন ও’দাউদ।
দলীয় ১১৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর ধস নামে নেদারল্যান্ডস ইনিংসে। তবে তিন নম্বরে নামা স্কট এডওয়ার্ডসের ৬৮ রানে সম্মানজনক স্কোর পায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ২১৪ রানে গুটিয়ে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন ৩৯ রানে ৪ উইকেট নেন।
২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ রানে ৩ উইকেট হারায় তারা। ৯৯ রানে পঞ্চম উইকেট পতনে চাপে পড়ে ক্যারিবীয়রা।
ষষ্ঠ উইকেটে কেসি কার্টিকে নিয়ে ১৩৩ বলে অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কিং। ৯০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৯১ রান করে ম্যাচ সেরা হন কিং। ৬৬ বলে অপরাজিত ৪৩ রান করেন কার্টি।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা।
সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় এই জয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ১৭ ম্যাচে ৭ জয় ও ১০ হারে ৭০ পয়েন্ট তাদের। ১২ ম্যাচে ২ জয়, ৯ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের কারনে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম ও শেষ দল নেদারল্যান্ডস।