ঈদের কেনাকাটায় নগদ পেমেন্টে মিলছে ৩৫% ক্যাশব্যাক
ঈদের কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলণে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এ অফার ৪ হাজারেরও বেশি আউটলেটে ঈদ পর্যন্ত চলবে। ‘উৎসবের খুশি নগদে বেশি’-এই ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্টুরেন্ট ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন।
ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’ দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং-এ নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৭৬ শতাংশ ডিসকাউন্ট। ফুটওয়্যার ক্যাটাগরিতে থাকছে ২৫ শতাংশ ক্যাশব্যাক। গ্রোসারি কেনাকাটায় ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।