আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক সংকট হাতছানি দিচ্ছে।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক ইস্যুতে এক বৈঠকে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
ভ্লাদিমির পুতিন বলেন, ভাসা ভাসা দর্শনে পরিচালিত হয়ে তাদের লেখকরা রুশ ভীতি এবং উচ্চাকাঙক্ষার রাজনীতি স্ফীত করছে। কিন্তু উল্টো এটা তাদের জাতীয় স্বার্থ, নিজস্ব অর্থনীতি এবং তাদের নাগরিকদের কল্যাণে আঘাত হানছে। ইউরোপে তিনি ফের মুদ্রাস্ফীতি লক্ষ্য করছেন বলেও মন্তব্য করেন।
পুতিন বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার আবেশ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য সর্বোচ্চ কঠিন এবং বেপরোয়া পরিণতি ডেকে আনবে। এর জন্য পশ্চিমা এলিটরা দায়ী মন্তব্য করে পুতিন বলেন, কেবল বৈশ্বিক আধিপত্য বজায় রাখতে বাকি বিশ্বকে তারা কুরবানি দিতে প্রস্তুত।
পশ্চিমাদের উসকানির বহিঃস্থ চ্যালেঞ্জ তার দেশ মোকাবিলা করছে মন্তব্য করে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমছে। সূত্র: সিএনএন