আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন দেশটির ৬০ থেকে ১০০ সেনা নিহত হচ্ছে।
বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভে সংবাদমাধ্যম নিউজম্যাক্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, নিজেদের ভূমি রক্ষা করতে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র চেয়েছে, রাশিয়ান ভূমিতে আক্রমণ করতে নয়।
তিনি বলেন, রাশিয়ায় কি ঘটছে সে ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা শুধু আমাদের নিজের ভূমি ইউক্রেনে কি ঘটছে তাতে আগ্রহী।