আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটিতে পাঠানো পশ্চিমাদের অস্ত্র অপরাধীদের হাতে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ইন্টারপোল প্রধান জুরগেন স্টক।
সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়ে ইন্টারপোল প্রধান বলেছেন, সংঘাতের ইতি ঘটলে ভারী অস্ত্র বন্যার মতো আন্তর্জাতিক কালো বাজারে প্রবেশ করবে। ফলে ইন্টারপোল সদস্য, বিশেষ করে যারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে তাদের উচিত এসব অস্ত্র শনাক্তে সহযোগিতা করা।
অ্যাংলো-আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনকে দেয়া এক সাক্ষাৎকারে জুরগেন বলেন, চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনে উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম, আর্টিলারির গোলাবারুদ এবং বন্দুক সরবরাহ করেছে। দেশটিতে ভবিষ্যতে এসব অস্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেলে এগুলো অবৈধ অস্ত্রের বিস্তারকে আরো বাড়িয়ে দেবে। বিভিন্ন সংঘাতের ইতিহাস থেকে বিষয়টি আমরা জেনেছি। অপরাধীরা এখনই এই বিষয়ে মনোযোগী হয়েছে।
জুরগেনের আশঙ্কা, অপরাধীরা এসব অস্ত্র ও রণ সরঞ্জাম চুরি করে বৈশ্বিক কালোবাজারে বিক্রি করে দিতে পারে। কারণ কালোবাজারে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্রের দাম বেশি।
দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ফেলা রেখে গিয়েছিল। অস্ত্রগুলো শেষ পর্যন্ত তালেবানের হাতে পড়ে। ফলে এমন ঘটনা ইউক্রেন-রাশিয়া সংকট পরবর্তী সময়েও ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন স্টক।
সূত্র: দ্য গার্ডিয়ান