আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন থেকে আটক দুই ব্রিটিশ নাগরিকের বিচার শুরু করেছে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের যোদ্ধারা। এই দুই ব্রিটিশ নাগরিক হলেন শন পিনার ও অ্যাইডেন অ্যাসলিন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই দুই নাগরিককে রুশ যোদ্ধারা বন্দরনগরী মারিউপোল থেকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আটক করে।

মঙ্গলবার রুশপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করা দুই ব্রিটিশ নাগরিক এবং মরক্কোর ইব্রাহীম সাধু নামে আরেকজন আদালতের খাঁচার মধ্যে বসে আছেন।

 

স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রসিকিউটররা বলেছেন, সন্ত্রাসবাদ এবং বিদেশি যোদ্ধা হিসেবে যুদ্ধ করায় আটককৃতরা মৃত্যুদণ্ডের শাস্তি পাবেন।

ব্রিটিশ নাগরিক অ্যাসলিন এবং শন পিনার বলেছেন, তারা ইউক্রেনের নিয়মিত সেনা হিসেবে যুদ্ধ করছিলেন। সুতরাং তাদেরকে যুদ্ধবন্ধী হিসেবে বিচার করা উচিত।

গার্ডিয়ানের খবর বলছে, দোনেতস্কের আদালতের ছবি সত্য হলে দুই ব্রিটিশ নাগরিক হবেন প্রথম ইউক্রেনীয় যোদ্ধা যাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ ন্যায্য করতে এবং বন্দী রুশ সেনাদের বিনিময় দ্রুত সম্পন্ন করতে ‘লোক দেখানো’ বিচার করছে।